যারে প্রেমে বাধ্য করেছি
তারে কি আর আগলা রেখেছি ॥
যাবার সময় বলে যাবে
থাকতে বললে থাকতে হবে
নতুবা সে ফাঁকি দেবে
আমি দম দিয়ে দম মেনেছি ॥
দমের সঙ্গে হাওয়ার প্রণয়
দম ধরিলে সে ধরা দেয়
আমি ঘরের দ্বার বন্ধ করে
খেদ মিটায়ে বসেছি ॥
হেসে হেসে কমল তুলেছি
মন-প্রাণ যারে সঁপেছি
লালন বলে কথায় কি মানুষ মেলে
করণ কারণেই সেরেছি ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...