যারে বলছ মাগি মাগি
সে ঘাট এড়াতে পারে
সে মহা বৈরাগী ॥
মাগির দায় নন্দের বেটা
হালছে বেহাল গলে কেঁথা
উদাসিনি মুড়িয়ে মাথা
ফিরছে হয়ে যোগী ॥
মাগির প্রেমে চন্ডীদাসে
বিকালে রজকীনির পাশে
মরিয়ে জীবন পায় সে
হয়ে শুদ্ধ অনুরাগী ॥
দেবের দেব সে বিরধি কালী
মাগির দায় শ্মশান বাসি
লালন কয় সে আউলে কেশী
বুকে পা দিয়ে কিসের লাগি ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...