যে আমায় পাঠালে এহি ভাব নগরে।
মনের আঁধার হরা চাঁদ
সেই যে দয়াল চাঁদ
আর কতদিনে দেখব তারে ॥
কে দিবে রে উপাসনা
করি রে আজ কি সাধনা
কাশীতে যাই কি কাননে থাকি
আমি কোথায় গেলে পাব সে চাঁদেরে ॥
মন ফুলে পূজিব কি
নাম ব্রহ্ম রশনায় জপী
কিসে দয়া তার হবে পাপীর পর
অধীন লালন বলে তাইতে পলাম ফেরে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...