যে আমায় পাঠালে এহি ভাব নগরে।
মনের আঁধার হরা চাঁদ
সেই যে দয়াল চাঁদ
আর কতদিনে দেখব তারে 

কে দিবে রে উপাসনা
করি রে আজ কি সাধনা
কাশীতে যাই কি কাননে থাকি
আমি কোথায় গেলে পাব সে চাঁদেরে 

মন ফুলে পূজিব কি
নাম ব্রহ্ম রশনায় জপী
কিসে দয়া তার হবে পাপীর পর
অধীন লালন বলে তাইতে পলাম ফেরে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি