যে যাবি আজ গৌর
প্রেমের হাটে।
তোরা আয়না মনে হয়ে খাঁটি
ধাক্কায় যেন যাসনে চটে ফেটে 

ও সে প্রেম সাগরের তুফান ভারি
ধাক্কা লাগে ব্রহ্মপুরী
কর্মগুণে ধর্মতরি
কারো কারো তাতে বেঁচে ওঠে 

মনে চাতুরালি থাকলে বল
প্রেম যাজনে বাধবে কল [ কলহ ]
হারিয়ে শেষে দুটি কুল
কান্নাকাটি লাগবে পথে ঘাটে 

আগে দুখ পাছে সুখ হয়
সইয়ে বয়ে কেউ যদি রয়
লালন বলে প্রেম পরশ পায়
সামান্য জ্ঞানে মন তাই কি ঘটে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি