যে প্রেমে শ্যাম গৌর হয়েছে।
সামান্যে তার মর্ম জানা
কার সাধ্য আছে 

না জেনে সেই প্রেমের তত্ত্ব
আন্দাজী প্রেম করছে কত
মরণ ফাঁসি নিচ্ছে সে তো
পস্তাবি শেষে 

মারে মৎস্য না ছোঁয় পানি
হাওয়া ধরে বয় তরণী
তমনি যেন প্রেম করনি
রসিকের কাছে 

গোপীর অনুগত যারা
ভাব জেনে প্রেম করছে তারা
লালন ফকির পাগলপারা
ইন্দ্ৰ লালসে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি