যেও না আন্দাজী পথে মন রসনা
কৃপথে কুপ্যাঁচে পলে
প্রাণে বাঁচবে না ॥
পথের পরিচয় করে
যাও না মনের সন্ধ মেরে
লাভ লোকসান বৃদ্ধির দ্বারে
যাবে জানা ॥
উজান ভেটেন পথ দুটি
দেখ নয়ন করে খাঁটি
দেও যদি মন গড়াভাটি
কুল পাবানা ॥
অনুরাগ তরণী কর
ধার চিনে উজন ধর
লালন কয় সে করতে পার
মূল ঠিকানা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...