মেরে সাঁইর ভর যারা।
তাদের ভাবের ভূষণ যায় ধরা 

সাদা ভাব তার সাদা করণ
নাইরে কালামালা ধারণ
ও সে পঞ্চ ক্রিয়া সাঙ্গ করে
ঘরে রাত্রদিন নেহারা 

পঞ্চতত্ত্ব পঞ্চ সরস
তার উপর একের কলস
তাতে জ্বলছে বাতি দিবারাতি
তাহে দৃষ্ট রয় বেভবরা 

আলেক রূপ হেরেছে যে
সে কি দেবাদেবী পূজে
এবার আউল চলন চলিয়ে লালন
পেয়ে রত্ন হইল হারা 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি