মলে ঈশ্বর প্রাপ্ত হবে কেন বলে।
সেই যে কথার পাইনে বিচার
কারো কাছে শুধালে ॥
মলে যদি হয় ঈশ্বর প্রাপ্ত
সাধু অসাধু এ সমস্ত
তবে কেন তপজপ এত
করেরে জলে স্থলে ॥
যে পঞ্চে পঞ্চভূত হয়
মলে যদি তাতে মিশায়
ঈশ্বর অংশ ঈশ্বরে যায়
স্বর্গ নরক কোথায় মেলে ॥
জীবের এই শরীরে
ঈশ্বর অংশ বলি কারে
লালন বলে চিনলে তারে
মরার ফল তাজায় ফলে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...