মূলের ঠিক না পেলে সাধন হয় কিসে।
কেউ বলেরে শ্রীকৃষ্ণ মূল
আবার কেউ বলে মূলব্রহ্ম সে ॥
ব্রহ্ম ঈশ্বরে দ্বইতো লেখা যায়
সাজ-বস্ত্ৰ উচানিচ কে কয়
তারেও তো করিতে হয়
সেও দিশে ॥
কোথা যায় কিবা করি
বলে বেড়াই গোলে হরি
লালন কয় জানতে নারি
তাতে বেড়ায় মন ভেসে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...