আমার মল্লিকাবনে
যখন প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়া তখনি,
বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি ৷৷
তখনো কুহেলিজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা
উঠিতেছে ছলোছলি ।।
এখনো বনের গান, বন্ধু,
হয় নি তো অবসান-
তবু এখনি যাবে কি চলি ।
ও মোর, করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো ঝরো হল, এই বেলা তোর
শেষ কথা দিস বলি ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...