শোনেন বন্ধুগণ
করা ভালো জন্মনিয়ন্ত্রণ
ভবিষ্যৎ উজ্জ্বল হইবে
করিলে নিয়ম পালন
করা ভালো জন্মনিয়ন্ত্রণ ॥

জনসংখ্যা বাড়িতেছে
জমি কিন্তু বাড়ে না
ভবিষ্যতে কী হইবে
কর না বিবেচনা
ভালো-মন্দ যে বোঝে না
পাছে পাবে জ্বালাতন ॥

বিচার করে দেখো সবাই
যে চলে হিসাব ছাড়া
অধিক সন্তান জন্মাইয়া
হয়েছে দিশেহারা
শিক্ষা-দীক্ষা খাওয়া-পরা
চলে না ভরণপোষণ ॥

ভয় লেগেছে ময়নার বাপের
দুঃখ কষ্ট দেখিয়া
আসলে জমি নাই
তিন ছেলে তার ছয় মাইয়া
ঘোরে এখন পাগল হইয়া
সদায় অভাব অনটন ॥

পুবের বাড়ির মন্তাজ ভাই
কী সুন্দর মৌজে চলে
অল্প কিছু জমি আছে
এক মেয়ে আর এক ছেলে
এই দুইজন পড়ে ইশকুলে
আনন্দে রয় সর্বক্ষণ ॥

শান্তিতে থাকিবে যদি
শান্তিকামী দুনিয়ায়
হিসাব করে সংসার বাড়াও
বাউল আবদুল করিম গায়
ক্ষেত কামার কলকারখানায়
বাড়াও দেশের উৎপাদন ॥