এ জনম গেলরে অসার ভেবে
পেয়েছ মানবজনম, হেন দুর্লভ জনম
আর কি হবে ৷৷

জননীর জঠরে যখন
অধােমুন্ডে ছিলেরে মন
বলেছিলে করব সাধন
এখন কি তা মনে হয় না ভবে ৷৷

কারে বল আমার আমার
তুমি কার আজ কে বা তােমার
ভাঙ্গিৰে সকল গুমার
যেদিন শমন রায় আসিবে ৷৷

এ দিনে সেদিন ভাবলে না
কি ভেবে কি করাে মনা
লালন বলে যাবে জানা
হারলে বাজি কাঁদলে কি সারবে ৷৷


#LalonGeeti #LalonGiti #লালনগীতি