এই দেশেতে এই সুখ হল
আবার কোথায় যাই না জানি ৷
পেয়েছি এক ভাঙ্গা নৌকা
জনম গেল ছেঁচতে পানি ৷৷
কার বা আমি কেবা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নাহি যার
বৈদিক মেঘে ঘোর অন্ধকার
উদয় হয় না দিনমণি ৷৷
আর কি রে এই পাপীর ভাগ্যে
দয়াল-চাঁদের দয়া হবে
আমার দিন এই হালে যাবে
বহিয়া পাপের তরনী ৷৷
কার দোষ দিব এই ভুবনে
হীন হয়েছি ভজন গুণে
লালন বলে কত দিনে
পাব সাঁইর চরণ দুখানি ৷৷
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...