এই বেলা তাের মনের মানুষ
চিনে সাধন কর।
মানুষ পলাইবে দেহ ছেড়ে
পড়ে রবে শূন্য ঘর ॥
ঘরের মধ্যে তাের তিন তের আর
কোন দরজার করেছ সার
ঘরের মধ্যে ব্যস্ত খুঁটি
সেইটা কর গে মূলাধারা ॥
ডুবে থাক গে রূপ সাগরে
বসত কর গে জুতের ঘরে
লালন বলে, মনের মানুষ
চিনা হলাে ভার ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...