উব্দ গাছে ফুল ফুটেছে প্রেম নদীর ঘাটে
গাছের ডালপাতা খালি রয়েছে
ভিতরে ফুল ফুটে ॥
বারমাসে বার ফুল ধরে
কত ফুল তার যাচ্ছে ঝরে
ও সে সুগন্ধি বারি পেলে
ফুলের মহর আঁটে ॥
তিন রতি আঠারো তিলে
ফুলের মহর তাই গঠে
ফল বাহির হয় গাছের রস চুষে
মানুষ রাক্ষস বটে ॥
দরবেশ সিরাজ সাঁইয়ের বচন
শোন রে অবোধ লালন
তুই ছিলি কোথায় আলি হেথায়
আবার যাবি কার নিকটে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...