উপরােধের কাজ দেখ রে ভাই
চেঁকি গেলার মত
সে তাে যায় না গেলা, তলাগলা
ছিড়ে হয় হত ॥
মনটা যাতে রাজী হয়
প্রাণটা তাতে আপনি যায়
পাথর দেখে শােলার মত;
ব্যাগার ঠেলা ঢেঁকি গেলা
টাকশালে সই না তাে ॥
মুচীরামের কেটই গঙ্গা মা
কোন গুণে যায় দেখ না
কেউ ফুল দিয়ে পায় না তাে;
মন যাতে নাই, পূঁজলে কি হয়
ফল দিয়ে শতশত ॥
যার মনে যা লাগে ভাই
সে করুক সদায়
গোল কেন আর এতো;
ফকির লালন কয়, লাথিয়ে পাকায়
সে ফল কভূ হয় না মিঠেতো ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...