জাল ফেলে মাছ ধরবে যখন।
কাতলা পোনা চুনো-চানা
কেউ বাকি থাকে না তখন ॥
হাডুম হুড়ুম দাড়ুম দুড়ুম
লাফালাফি করছ এখন।
আসছে শমন জেলে, খেপলা ফেলে
করবে তুলে খালুই পুরণ ॥
অগাধ জলে হেসে ভেসে
উল্লাসে কাল করছ যাপন।
রাজার হুকুম হলে, আর কি চলে
শুনবে না সে কারো বারণ ॥
সংসার জলে নানাবিধ
হইয়াছে মীনের গঠন।
ও তাই ভাবছি আমি, জগৎ স্বামী
একটা কেউ নহে বিস্মরণ ॥
অধীন লালনের এই নিবেদন
ধরি সিরাজ সাঁইয়ের চরণ।
শমন ভয় এড়াবে, শান্তি পাবে
পাপের পথে না করবে গমন ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...