জানা চাই অমাবস্যায়
চাঁদ থাকে কোথায়।
গগনে চাঁদ উদয় হলে
দেখা যায় আছে যথায় ॥
অমাবস্যার মর্ম না জেনে
বেড়াই তিথি নক্ষত্র গুণে
প্রতিমাসে নবীন চাঁদ সে
মরি একি ধরে কায় ॥
অমাবস্যায় পূর্ণমাসী
কি মর্ম হয় কারে জিজ্ঞাসি
যে জান সে বল মোরে
মন মুড়াই আজ সেখায় ॥
সাতাশ নক্ষত্র হয় গগন
স্বাতী নক্ষত্র যোগ হয় কখন
না জেনে অধীন লালন
সাধক নাম ধরে বৃথায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...