জীব মরে যায় জীবান্তরে
জীবের গতি মুক্তি রয় ভক্তির দ্বারে
জীবের কর্ম বন্ধন
না হয় খন্ডন প্রতি বন্ধন
কর্মের ফেরে 

ক্ষিতি-অপ-তেজ-মরুৎ ব্যোম
এরা দোষি নয় দুষি আদম
বেহুঁশে খেয়ে গন্ধম
তাইতে এলো ভাব নগরে 

আরা আর পরম-আরা
ত্রিসংসারে জগৎ কর্তা
ভুলে আরা জগৎ কর্তা
লক্ষ যোনী ঘুরে মরে 

গুরু ধরে জ্যান্তে মরে
বসাও গুরুর হৃদ মাঝারে
সিরাজ সাঁইয়ের চরণ ভুলে
লালন মিছে কেন বেড়াও ঘুরে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি