জমির জরিপ একদিনেতে সারা।
আগার পাগার আছে তেগার
ঠিকেতে ঠিক করা ॥
এই দেহে আঠার কালি
সে কথা এখন বলি
পণ্ডিতে খুঁজে পায় না গলি
বুঝবে সাধক যারা ॥
একেতে তিন ভাগ করিয়ে
বারগুণ আকার দিয়ে
অতীত পতিত রয় বাহিরে
ভিতরে আছে বালুচরা ॥
দুই পয়ারে এক চরে পাখি
জগতে নাই তাকিয়ে দেখি
একেবার তার ফাঁকিফুঁকি
সে কি বুঝবি তোরা ॥
চিকন ধারে নলটি ধরে
রাখ না জমিন জরীপ করে
মস্তক ছেদন করা দেখে
লালন দিশেহারা ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...