প্রাণ গৌররূপ দেখতে যামিনী।
কত কূলের কন্যে, গোরার জন্যে
হয়েছে পাগলিনী ॥
সকালবেলা যেতে ঘাটে
গৌরাঙ্গ রূপ উদয় পাটে
করুয়া ধারণ তার করেতে
কোটিতে ডোর কোপিনী ॥
আনন্দ আর মন মিলে
কূল মজালে এই দুজনে
তারা ঘরে রইতে না দিলে
করেছে পাগলিনী ॥
ব্রজে ছিল কালো ধারণ
নদেয় এসে গৌর বরণ
লালন বলে রাগের কারণ
দরশনে রূপ ঝাপিনী ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...