প্রেমের দাগ-রাগ বাঁধা যার মনে।
সে প্রেম অহিকে জানে না।
জানে রসিক জনে ॥
ও যার শতদল কমলে
ত্রিবেনীতে তুফান খেলে
ও ভাটায় যায় না সে
চলে উজান কোণে ॥
সে প্রেম করিতে আশা কর মনে
আবার সাধ্য কর গোপীগণে
লালন কয় লীলা নাই যেখানে
সে চলে নিত্য ভুবনে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...