প্রেম রসিকা হব কেমনে।
করি মানা কাম ছাড়ে না মদনে ॥
এই দেহেতে মদন রাজা করে কাচারি
কর আদায় করে লয়ে যায় হুজুরি
মদন তো দুষ্ট ভারি তারে দেয় তহশিলদারি
করে সে মুনসীগিরি গোপনে ॥
চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা
আমি তাই জিজ্ঞাসিলে তুমি তো বলনা
সাধু সব চেতন থাকে চোর সব পলায় ডরে
চোর সব লয়ে যাবে কোনখানে ॥
অধিন লালন বিনয় করে সিরাজ সাঁইর পায়
স্বামী মারিলে লাথি নালিশ জানাব কোথায়
তুমি মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি
কেমনে হব সতী চরণে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...