যার নয়নে নয়ন হিনেছে
ও তার প্রভেদ কিবা রয়েছে।
বললে পাপী হবে বা কি
এবার বুঝি ভুল হয়েছে ॥
শব্দ শুনি তুমি আমি
আসল কাজে কে আসামী
জগৎ কর্তা হলে তুমি
বল দেখি কার কাছে ॥
মূল আসামী তুমি হলে
আমায় ফেলাও গোলমালে
এখন তুমি ভক্ত বলে
দেখ আপন নিজ কাছে ॥
তোমার নিলা তোমার বোল
তোমার ভিয়ান তোমার মহল
লালন বলে ওহে দয়াল
এখন বুঝি প্যাঁচে পড়েছে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...