যার ভাবে আজ মুড়িয়েছি মাথা।
সে জানে আর আমি জানি
আর কে জানবে মনের কথা 

মনের মানুষ রাখব মনে
বলব না তা কারো সনে
ঋণ শুধিব কত দিনে
মনে আমার এই চিন্তা 

সুখের কথা বোঝে সুখি
দুখের কথা বোঝে দুখি
পাগল বিনে পাগলের কি
বেঝে মনের ব্যথা 

যারে ছিদাম তুই যা ভাই
আমার হাল শুনে আর কাজ নাই
বিনয় করে বলছে কানাই
লালন পদে রচে তা 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি