যে জানে ফানার ফিকির সেই ফকির
ফকির হয়ে কি করলে নাম জিকির ॥
আছে কয় মত ফানার করণ
জানতে হয় তার বিবরণ
ফানা ফিশ্বেখ ফানা ফের
রাছুল আখির ॥
আছে অকারণ হবি ফানা
প্রাপ্ত ফানা তাও হল না
মুড়াও মাথা জেনে শুনে
ফকিরি পথ কর জাহির ॥
ফানা হয় মুর্শিদের পদে
মওলারে পায় অনাসে
সিরাজ সাঁই কয় লালন তোমার
ফকিরি নয় ফাক ফিকির ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...