যে জন সাধকের মূল গোড়া
বেতালিম বে-মুরিদ সে যে
ফিরছে সদায় বেদ ছাড়া 

গুপ্ত নূরে হয় তার সৃজন
গুপ্ত ভাবে করিয়ে ভ্রমণ
নূরেতে নূর নবী গঠন
সেই কথাটি দেশ জোড়া 

পীরের পীর দোস্তগীর হয়
মুর্শিদের মুর্শিদ বলা যায়
চিনতে যদি কেউ তারে পায়
সে-ই পাবে পথের গোড়া 

কেউ তারে কয় মূলাধরের মূল
মুর্শিদ বিনে জানবে কে তার উল
লালন ভনে, ভেদ না জেনে
ঝাকমারী তার বেদ পড়া 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি