যে জন দেখেছে অটল রূপের বিহার।
মুখে বলুক কিবা না বলুক
সে থাকে ঐ রূপ নিহার
নয়নে রূপ না দেখতে পায়
নাম মন্ত্র জপিলে কি হয়
নামের তুল্য নাম পাওয়া যায়
রূপে তূল্য আছে কার
নেহারে গোলমাল হলে
পড়বি মন কুজনার ভোলে
ধরবি কারে গুরু বলে
তরঙ্গ মাঝার
স্বরূপে রূপ রূপের ভেলা
ত্রিজগতে করছে খেলা
লালন বলে ও মন ভোলা
কোলের ঘোর যায় না তোমার ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...