যে জন বৃক্ষ মূলে বসে আছে
তার ফলের কি অভাব আছে ॥
কল্পবৃক্ষে যে জন বসে রয়
বাঞ্ছা করলে সে ফল হাতে পায়
ভূবন জোড়া গাছের গোড়া
মূল শিক্ড তলাতে আছে ॥
গাছের গোড়ে বসে যে রয়
চৌদ্দ ভূবন সে দেখতে পায়
এ কূল ও কূল দুকূল যায়
জনম হবে না পশুর মাঝে ॥
ভাল নাই তার পাতা আছে
তিন ডালে জগৎ জুড়েছে
লালন বলে ভাবিস মিছে
ফুল ছাড়া ফল রয়েছে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...