যে পরশে পরশে পরশ
তারে চিনে নে না।
সমান্য পরশের গুণ
লোহার কাছে গেল জানা 

পরশমনি স্বরূপ গোঁসাই
যে পরশের তুলনা নাই
পরশিবে যেজন তাই
ঘুচিবে জঠর যন্ত্রণা 

কুমড়ে পোকায় পতঙ্গ যমন
ধরায় যে-আপন বরন
স্বপরশে জানি রে মন
এমনি যেন পরশনা 

ব্রজের ওই জলদ কালো
যে পরশে পরশ হলো
লালন বলে মনরে চলো
জানিতে সেই উপাসনা 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি