যে পরশে পরশে পরশ
তারে চিনে নে না।
সমান্য পরশের গুণ
লোহার কাছে গেল জানা ॥
পরশমনি স্বরূপ গোঁসাই
যে পরশের তুলনা নাই
পরশিবে যেজন তাই
ঘুচিবে জঠর যন্ত্রণা ॥
কুমড়ে পোকায় পতঙ্গ যমন
ধরায় যে-আপন বরন
স্বপরশে জানি রে মন
এমনি যেন পরশনা ॥
ব্রজের ওই জলদ কালো
যে পরশে পরশ হলো
লালন বলে মনরে চলো
জানিতে সেই উপাসনা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...