যে ভাবে গোপী ভাবনা
সামান্য জ্ঞানের কাজ নয়
সে-ভাব জানা ॥
বৈরাগের ভাব বেদের বিধি
গোপী ভাব অকৈতব নিধি
ডুবল তাহে নিরবধি
রসিক জনা ॥
যোগন্দ্রি মনীন্দ্র যারে
পায় না যোগ ধিয়ান করে
সেহি কৃষ্ণ গোপীর দ্বারে
হয়েছে কেনা ॥
যে জন গোপী অনুগত
জেনেছে সেই নিগূঢ় তত্ত্ব
লালন বলে যাতে কৃষ্ণ
সদায় মগনা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...