যেখানে সাঁইর বারামখানা।
শুনিলে প্রাণ চমকে ওঠে
দেখতে যেমন ভুজঙ্গনা 

যা ছুঁইলে প্রাণে মরি
এ জগতে তাইতে ত্বরি
বুঝেও তা বুঝতে নারি
কীর্তিকর্মার কি কারখানা 

আপ্ততত্ত্ব যে জেনেছে
দিব্য জ্ঞানী সে-ই হয়েছে
কু-বৃক্ষে সুফল ফলেছে
আমার মনের ঘোর গেল না 

যে ধনে উৎপত্তি প্রাণধন
সেই ধনের হল না যতন
অকালের ফল পাকায় লালন
দেখে শুনে জ্ঞান হল না 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি