মধুর দেল দরিয়ায় ডুবে কর রে ফকিরি।
ছাড় ফিকিরি দীন হলো আখেরি ॥
শুনতে পাই দেহের চৌদ্দ ঘর
আঠারো চারিতে করিয়ে বিচার
লা-মুকাম আছে তাহারি উপর
মওলার নিজ আসন সে পুরি ॥
আল্লা তক্ত বান্দার দেল যথা
কোরানে বলেছে আপে খোদ খোদা
আজাজীলের পর হইল খাতা
না বুছে দেল গভীরি ॥
দেলদরিয়ায় ডুবারু হয় যে জন
আরকানার বেদ পাই সে জন
আলে আজব কাম দ্বিদলে বারাম
লালন খুঁজে বেড়ায় বাহিরি ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...