মধুর দেল দরিয়ায় যে জন ডুবেছে।
ওসে সব খবরে জবর হয়েছে 

অগ্নি যেমন ভস্মে ঢাকা
অমৃত গরলে মাথা
সে-রূপে আছে;
রসিক সুজন, ডুবায়ে মন
তার অন্বেষণ পেয়েছে 

যে স্তনের দুধ শিশুতে খায়
জোঁকে মুখ লাগালে সেথায়
রক্ত পায় গো সে;
অধমে উত্তম, উত্তমে অধম
যে যমন দেখতেছে 

দুগ্ধে জলে মিশালে যমন
রাজহংসে করে ভক্ষণ
সেই দুগ্ধ বেছে;
সিরাজ সাঁই ফকির, বলে সব ফিকির
লালন বেড়াস নে খুঁজে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি