মক্কর উল্লার মক্কর কে বুঝিতে পারে।
আপনি আল্লা আপনি গুলি
আপনি আদম নাম ধরে 

পরওয়াদিগার মালিক সবার
ভবের ঘাটে পারের কাণ্ডার
তাইতে করিম রহিম নাম তার
প্রকাশ সংসারে 

কোরানে বলেছে খাঁটি
ওলিয়েম মোর্শেদ নামটি
আহাদ আহাম্মদ সেটি
মেলে কিঞ্চিৎ নজিরে 

আলেফ যখন লামে লুকায়
আদমরূপ তমনি দেখায়
লালন বলে ভাব জানতে হয়।
মুর্শিদ জবান ধরে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি