মক্কর উল্লার মক্কর কে বুঝিতে পারে।
আপনি আল্লা আপনি গুলি
আপনি আদম নাম ধরে ॥
পরওয়াদিগার মালিক সবার
ভবের ঘাটে পারের কাণ্ডার
তাইতে করিম রহিম নাম তার
প্রকাশ সংসারে ॥
কোরানে বলেছে খাঁটি
ওলিয়েম মোর্শেদ নামটি
আহাদ আহাম্মদ সেটি
মেলে কিঞ্চিৎ নজিরে ॥
আলেফ যখন লামে লুকায়
আদমরূপ তমনি দেখায়
লালন বলে ভাব জানতে হয়।
মুর্শিদ জবান ধরে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...