মুর্শিদকে মানিলে খোদার মান্য হয়।
সুভা যদি হয় কাহারো
কিতাব দেখলে মিটে যায় 

দেখ বেমুরিদ যত
শয়তানের অনুগত
এবাদত বন্দেগী তার তো
সই দেবে না দয়াময় 

মুর্শিদের মেহের হলে
খোদার মেহের তারে বলে
হেন মুর্শিদ না ভজিলে
তার কি আর আছে উপায় 

মুর্শিদ পথের দাঁড়া
যাবে কোথায় তারে ছাড়া
সিরাজ সাঁই কয় লালন গোড়া
মুর্শিদ ভজলে জানা যায় 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি