মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে।
এ দুনিয়ায় ছিনায় ছিনায়
কি ভেদ নবী বিলিয়েছে ॥
ছিবার ভেদ ছিনায় ছিনায়
ছফিনার ভেদ ছফিনায়
যে পথে যার মন হল ভাই
সেই সে পথে দাঁড়িয়েছে ॥
কুতর্ক আর কু-স্বভাবি
তারে ভেদ বলে নাই নবী
ভেদের ঘরে দিয়ে চাবি
শরার মতো বুঝিয়েছে ॥
নেকতন বান্দারা যত
বেদ পড়ে আউলিয়া হত
নাদানেরা শূল চাঁচিত
মনছুর তার ছাবুদ আছে ॥
তফছির হোসাইনি যার নাম
তাই ছুঁড়ে মছনবী কলাম
ভেদ ইশারায় লিখা তামাম
লালন বলে নাই নিজে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...