মুর্শিদের মহৎ গুণ নে না বুঝে ।
যার কদম বিনে ধরম করম মিছে ॥
যতসব কলমা কালাম
ছুঁড়িলে মেলে তামাম কোরান বিছে;
তবে কেন পড়া ফাজেল
মুর্শিদ ভজে ॥
মুর্শিদ যার আছে নিহার
ধরিতে পারে অধর সেই অনাসে;
মুর্শিদ খোদা ভাবলে যুদা
পড়বি প্যাঁচে ॥
আলাদা বস্তু কি ভেদ
কিবা সে ভেদ মুর্শিদ জগৎ মাঝে;
সিরাজ সাঁই কয় দেখরে লালন
আক্কেল খুঁজে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...