আমি এক এমন পাখি
বুকেতে কষ্ট রাখি !
মুখেতে দেখায় হাসি
যেন আমি সুখ নিবাসি ৷
তুমিতো আমায় ছেড়ে
চলে গেছো অনেক দূরে !
সুখে আছো শুনলাম আমি
ভাসাইয়া আমার সুরে ৷৷
কতটা যন্ত্রনাময়
প্রতিরাত জেগে থাকি,
তোমার স্মৃতি অন্তরতে
ভাজে ভাজে সাজিয়ে রাখি ৷
এ জীবন শেষ হয় না
তোমায় ছাড়া ভাল্লাগে না !
সব কিছু আন্ধার লাগে
বেঁচে থাকা কি যাতনা ৷৷
আমারে পড়লে মনে
তুমিও কাইন্দো গোপনে !
সুখে থাইকো প্রাণের প্রিয়
আমার ভালোবাসা নিও ৷
Song : Ami Ek Emon Pakhi
Singer: Sathi Khan
Lyrics & Tune: Kabbik Polash
Music Arrangements: Adib Kabir
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...