বন্ধু তুমি জীবনের জীবন
দয়া করে একবার মোরে
দাও তোমার রাঙা চরণ ॥

পুড়িয়া হইলাম সারা
তুমি বন্ধু দেও না ধরা রে
আমি তোমা হইয়া হারা
জল ছাড়া মীনের মতন ॥

নূতন যৌবনের জ্বালা
আর কত সহিব কালা রে
বাঁচন হইতে মরণ ভালা
যদি না হইল মিলন ॥

বাউল আবদুল করিম বলে
রেখ তোমার চরণ-তলে রে
তুমি বন্ধে ভিন্ন বাসলে
কে আছে আমার আপন ॥