মন যদি হতে চাও মানুষ
মানুষকে ভিন বাসিও না
থাকিতে দোষ হয় না মানুষ
করে দেখো বিবেচনা ॥

অজু গোসল করি নিত্য
এতে হয় দেহ পবিত্র
মনের ময়লা না গেলে তো
মন পবিত্র হয় না ॥

মকরম ছিল এ জগতে
সৃষ্টির সেরা এক কালেতে
লান্নতের তক্ত গলেতে
মানুষকে করিয়া ঘৃণা ॥

মানুষ মানুষের বন্ধু হয়
সর্বশাস্ত্রে প্রমাণ রয়
পাগল আবদুল করিমে কয়
এই কথা ভুলিও না ॥