বড় ভাবী গো ভাইসাবরে
বুঝাইয়া কইও চাই
আমি তানরে কী বলিব
তাইন যে আমার বড় ভাই ॥
রেডিও টেলিভিশন আর
পত্রপত্রিকায়
নিজে কি বোঝো না গো ভাবী
কোন কথা বোঝায়
চল নিজের বিবেচনায়
নইলে যে আর উপায় নাই ॥
এক দুই করে আটটি সন্তান
জনম দিয়াছ
চিন্তা করে দেখো গো ভাবী
কী ভেজাল বাড়াইছ
এখনও যে রঙ্গে নাচো
ভাব দেখে আমি ডরাই ॥
বাউল আবদুল করিম ভাবে
বসে নিরালায়
দিনের রোজে দিন পোষে না
কী করি উপায়
মনে ভাবি এই যন্ত্রণায়
দেশ ছেড়ে পলাইয়া যাই ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...