কষ্ট করে আছি এখন বাইচ্চা
সাধের জীবন বিফল গেল
পরার তালে নাইচ্চা ॥


এমন যদি আগে জানতাম
হিসাব নিকাশ করে চলতাম
জ্ঞান থইয়া কি পাগল হইতাম
নেংটি মারতাম খেইচ্চা ॥


রসের গাছে রস মিলে না
রসরাজ আর কেউ বলে না
রঙ্গিলা দালানখানা
পড়িতেছে ধইচ্চা ॥


ভবসাগর পাড়ি দিতে
আবদুল করিম ঠেকছে পথে
পারি না নৌকা বাঁচাইতে
দুই হাতে জল সেইচ্চা ॥