এবার ফসল ভালো দেখা যায়-বা চাচাজি
এবার ফসল ভালো দেখা যায়
ফাল্গুনে বর্ষিল মেঘ
জমি যাহা চায়-বা চাচাজি ॥
ফসলের নমুনা দেখলে
পেটের ভুক পালায়
ধনী-গরিব সকলের মনে
ভরসা জাগায়-বা চাচাজি ॥
শিলাবৃষ্টি অকাল বন্যায়
বারে-বার চাতায়
রাইত হইলে ঘুমে ধরে না
নানান চিন্তায়-বা চাচাজি ॥
ইরি বোরো ফসল করি
ভাটি এলাকায়
এক ফসল বিনে আমাদের
নাই অন্য উপায়-বা চাচাজি ॥
করিম বলে দোয়া করিও
আল্লায় যেন বাঁচায়
যেতা করিয়া গিরস্তি করছি
কইবার কথা নায়-বা চাচাজি ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...