ছেলেমেয়ে আছ যারা
শিক্ষা-দীক্ষার প্রয়োজন
আসলে ভুল করিও না
ধরো উস্তাদের চরণ ॥
যারা এই সোনার বাংলায়
গরিবকুলে জন্ম নিলায়
যেভাবে বেঁচে থাকা যায়
সময়ে চেষ্টা করণ ॥
দেশ যখন স্বাধীন হলো তাই
সবাই বেঁচে থাকতে চাই
দিনমজুরের মজুরি নাই
উপায় কী বল এখন ॥
বিপন্ন লোক যারা আছে
দুঃখ-কষ্ট করে বাঁচে
ধনী যারা রঙ্গে নাচে
গরিব কাঙালের মরণ ॥
ক্ষুধায় খাদ্য মিলে না যার
রোগ হলে নাই ঔষধ ডাক্তার
বেঁচে থাকার উপায় নাই আর
ভাবি মনে সর্বক্ষণ ॥
ধরল না ফল আশার গাছে
এই দুঃখ বলবো কার কাছে
আবদুল করিম বেঁচে আছে
সুখ-দুঃখ করে বরণ ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...