ঈদের দিন আসিল রে
রমজানের রোজার পরে
একে অন্যে ঈদ মোবারক
জানায় ঘরে ঘরে রে–
রমজানের রোজার পরে ॥

রোজা-নামাজ আল্লার হুকুম
বান্দার উপরে
একমাস রোজা রাখতে হয়
বৎসরে বৎসরে রে–
রমজানের রোজার পরে ॥

রোজা হয় আত্মসংযম
বুঝতে যেজন পারে
মনের ময়লা দূর করিয়া
পাকপবিত্র করে রে–
রমজানের রোজার পরে ॥

নূতন মন নূতন মিলন
এক বৎসরের পরে
ভালোবাসা মিলামিশা
পবিত্র অন্তরে রে–
রমজানের রোজার পরে ॥

দান-খয়রাত লিল্লা যাকাত
ফিতরা আদায় করে
ভবের সম্পদ ধন দৌলত
আল্লাহ দিলা যারে রে–
রমজানের রোজার পরে ॥

যে-জনে দয়া করে
এতিমের উপরে
করিম বলে আল্লাহ পাকে
তারে দয়া করে রে–
রমজানের রোজার পরে ॥