শোনেন জনগণ
আসিল ইউনিয়ন নির্বাচন
ধনী-গরিব নারী-পুরুষ
ভোট আছে যার ভোট দেওন
আসিল ইউনিয়ন নির্বাচন ॥
জনগণের রায় মানিবেন
এই প্রতিজ্ঞা করিয়া
দাঁড়াইলেন প্রার্থীগণ
বাংলাদেশ জুড়িয়া
আইন শৃঙ্খলার ভিতর দিয়া
জনমত যাচাই করণ–
আসিল ইউনিয়ন নির্বাচন ॥
ভোটের জন্য যাবেন এখন
গরিব কাঙালের কাছে
গরিবদের কিছুই নাই
তবে তাদের ভোট আছে
দুঃখ কষ্ট করে বাঁচে
সয় যে কত জ্বালাতন–
আসিল ইউনিয়ন নির্বাচন ॥
প্রার্থীদের সমর্থকরা
বন্ধু-বান্ধব মিলিয়া
জনগণের কাছে যাবেন
যার-তার বক্তব্য নিয়া
চেষ্টা করবেন প্রাণ খুলিয়া
দিবারাত্র সর্বক্ষণ–
আসিল ইউনিয়ন নির্বাচন ॥
মজুরকে মজুরি দিয়া
মিছিলে নিবেন এখন
দেখাইতে জনগণকে
কার ভোটার কতজন
এলাকা করিয়া ভ্রমণ
চা-পান চুরট খাওন
আসিল ইউনিয়ন নির্বাচন ॥
গরিব কাঙালকে কাছে
বসাইবেন হাত ধরে
মনে সান্ত্বনা দিবেন
আদর যত্ন করে
দেখা যায় ভোটের পরে
হয় কত পরিবর্তন–
আসিল ইউনিয়ন নির্বাচন ॥
বাউল আবদুল করিম বলে
ভোট দাও যারে মনে চায়
ভুলিও না প্রলোভনে
টাউট দালালের কথায়
ভালো লোকে ভোট যেন পায়
এই আমাদের প্রয়োজন–
আসিল ইউনিয়ন নির্বাচন ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...