মশারি নাই সুযোগ পাইল
নিদারুণ মশায়
দুই নয়নে ঘুম আসে না
সারা রাইত ভরা কামড়ায় ॥
নিষেধ করি বারে বারে
মশা তোরা আইছ না ঘরে
তবু আইয়া কানের ধারে
গান গায় হারমুনি বাজায় ॥
পাগলা মশার কামড় খাইয়া
অনেকের হয় ম্যালেরিয়া
কুইনাইন ইনজেকশন লইয়া
দিনরাত্র মাথা ঘোরায় ॥
সারা রাইত মশার কামড়ে
পুয়াপুরি চাইট্টাইয়া মরে ॥
আবদুল করিম চিন্তা করে
কই যাই মশার যন্ত্রণায় ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...