ওসমানীর স্মৃতিচিহ্ন
ওই ওসমানী উদ্যান
যেখানে হয় বিজয়মেলা
গাই তখন বিজয়ের গান ॥

সেনাপতি আতাউল গনি
আছে যার নামের ধ্বনি
ডাকনাম ছিল ওসমানী
সিলেটের কৃতী সন্তান ॥

এই সোনার বাংলায় যখন
আসে পাকসেনার আক্রমণ
সাধারণ লোক ভাবে তখন
কী করে বাঁচিবে প্রাণ ॥

শেখ মুজিব ঘোষণা দিলেন
ওসমানী দায়িত্ব নিলেন
মুক্তিবাহিনী হলেন
মিলে হিন্দু-মুসলমান ॥

ওসমানীর নেতৃত্বে তাই
চলিল পাল্টা লড়াই
বলিতে মনে ব্যথা পাই
গেল লক্ষ লক্ষ প্রাণ ॥

করিম বলে, সাহস করে
বীরবাঙালি অস্ত্র ধরে
দীর্ঘ নয়মাস যুদ্ধ পরে
উড়িল বিজয়নিশান ॥