জানা উচিত বটে
দুটি নূরের ভেদ বিচার ।
নবীজী আর নিরূপ খোদা
নূর সে কি প্রকার ॥
নবীর যেন আকার ছিল
তাহাতে নূর চোয়ায় বল
নিরাকারে কি প্রকারে
নূর চুয়ায় খোদার ॥
আকার বলিতে খোদা
শরায় নিষেধ আছে সদা
আকার বিনে নূর চুয়ায়
প্রমাণ কি গো তার ॥
জাত ইলাহী ছিল জাতে
কিরূপ সে এল ছিফাতে
লালন বলে নূর চিনিলে
ঘোচে ঘোর আঁধার ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...